শিলিগুড়ি: শীতে নানা রকম ফুল নিয়ে শহরে বসেছে ‘ফুলমেলা’। ২৪ তম এই মেলার আয়োজক শিলিগুড়ি (Siliguri) বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। ডালিয়া, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, গাঁদা সহ বিভিন্ন ফুলের পাশাপাশি ফল এবং ফুলকপি, পেঁয়াজ, আলু ইত্যাদি নিয়ে হাজির হয়েছেন অনেকেই।
প্রতিবছর শীতের সময় এই মেলার আয়োজন করা হয় বলে জানান বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন ফুলের গাছ পরিচর্যা নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। শুধুমাত্র নতুন যারা বাড়িতে ফুল গাছ লাগিয়ে পরিচর্যা করছেন তাঁদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ফুলের পাশাপাশি মেলায় রয়েছে ওয়াটার কালার ছবির এগজিবিশন। মেলার উদ্বোধন হয়েছে সোমবার, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মেলা দেখতে এদিন প্রচুর মানুষের ভিড় ছিল মার্কেটে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ইসলামপুর পোস্ট অফিসে চুরি