চণ্ডীগড়: মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখার অফিসে গ্রেনেড হামলার পর নিরাপত্তা আরও জোরদার করল প্রশাসন। সব দিক বিবেচনা করে লাল সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাবের স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে। সেখানকার রাস্তায় বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অমৃতসরের পুলিশ কমিশনার অরুণ পাল সিং জানিয়েছেন, শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তল্লাশি অভিযান চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সোমবার সন্ধ্যায় মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখার অফিসে গ্রেনেড হামলা হয়। মোহালি থানার পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ সাহিবজাদা অজিত সিং নগরের সেক্টর ৭৭ এলাকায় ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গোয়েন্দা অফিসের জানলার কাঁচ ভেঙে গিয়েছে। দেওয়ালেও গর্ত তৈরি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রকেট থেকে গ্রেনেড ছোড়া হয়েছিল। পঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি গোয়েন্দা অফিসের মূল গেটের বাইরে থেকে গ্রেনেড ছোড়ে। পরে তারা গাড়িতে চেপে পালিয়ে যায়। তবে পঞ্জাব সরকার জানিয়েছে, জঙ্গিরা এই হামলা চালায়নি।
আরও পড়ুনঃ শাহিনবাগের পর মঙ্গলপুরীতে ‘বেআইনি’ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার