তপন কুমার বিশ্বাস, ইসলামপুর: ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকায় করোনা সংক্রমণ দেখা দেওয়ার আগে ডেরা বাঁধে একদল যাযাবর। লকডাউনে তারা খাদ্যকষ্টে ভুগছিলেন। খবরটি উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হওয়ার পরে শনিবার তাদের সাহায্যে এগিয়ে এল ইসলামপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম।
আশ্রমের তরফে ওই যাযাবরদের চাল, আটা, ডাল, সর্ষের তেল, সাবান, সোয়াবিন, লবন ইত্যাদি তুলে দেওয়া হয়। আশ্রমের সভাপতি নিবেদিতা দাশগুপ্ত বলেন, ‘আশ্রমের তরফে প্রায় তিন শতাধিক পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ সংবাদে খবর প্রকাশিত হওয়ার পর যাযাবর পরিবারগুলির দূরাবস্থার কথা জানতে পেরে তাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আগামীতেও ইসলামপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম দুঃস্থদের পাশে থাকবে।’