মুরতুজ আলম, সামসী: শনিবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এই উপলক্ষে শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শক্তল গ্রামে ৫০জন দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিলি করলেন ওই গ্রামের জাতীয় কংগ্রেসের বুথ কমিটির সদস্যরা। এদিন কংগ্রেসের বুথ সভাপতি মনওয়ারুল হক জানান, ‘লকডাউনের ফলে মানুষ কর্মহীন। রোজার কথা ভেবে দুঃস্থ পরিবারকে বাদাম আঁধ কেজি, পেয়াঁজ ১ কেজি, সরিষার তেল, ডিটারজেন্ট, লবণ সহ অন্য খাদ্যসামগ্রী বিলি করা হয়। সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান বুথ সভাপতি আলাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন তুলসীহাটা জিপির কংগ্রেসের অঞ্চল সভাপতি রিজওয়ানুল হক সহ শোকতল কংগ্রেসের বুথ কমিটির সমস্ত সদস্যরা।
এদিন চাঁচল-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আদিবাসী অধ্যুষিত ক্ষেমপুর জিপির ক্ষেমপুর, কাশিমপুর গ্রামের ২৫০টি দুস্থ পরিবারকে হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মুড়ি ইত্যাদি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রী তুলে দেন চাঁচল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মন্ডল, এলাকার জেলা পরিষদ সদস্য এটিএম রফিকুল হোসেন, মালতীপুরের প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী। এছাড়াও এদিন রতুয়া-২ এর মহারাজনগর ক্লাব এবং লাইব্রেরির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এলাকার ১৫০টি দুস্থ পরিবারকে হাতে চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি বিলি করা হয়েছে। এখানে খাদ্যসামগ্রী তুলে দেন ওই ক্লাবের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ক্লাব সদস্য আনোয়ার হোসেন প্রমুখ