নয়াদিল্লি: বাজারের দামের থেকে অনেকটাই কম দামে খাবার পাওয়া যেত সংসদের ক্যান্টিনে। এই ক্যান্টিনে নির্বাচিত জন প্রতিনিধিরা ভর্তুকিযুক্ত খাবারের সুযোগ পেতেন। এবার সংসদ ভবনের ক্যান্টিনে ভর্তুকিযুক্ত খাবার বন্ধের ঘোষণা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
Food subsidy at Parliament canteen has been completely removed: Lok Sabha Speaker Om Birla pic.twitter.com/XB0NB5PbCb
— ANI (@ANI) January 19, 2021
লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে থাকা সব দলের সদস্যরা এদিন সর্বসম্মতভাবে খাবারে ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত নেন। এবার থেকে নির্ধারিত দামেই সংসদ ক্যান্টিন থেকে খাবার কিনতে হবে সাংসদদের। পাশাপাশি, সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে এবার থেকে সাংসদদের করোনা টেস্ট করাতে হবে বলে জানা গেছে। ২৯ জানুয়ারি থেকে এই অধিবেশন শুরু হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে অধিবেশন। লোকসভার কাজকর্ম চলবে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হবে। ২৭-২৮ জানুয়ারি সংসদে আরটিপিসিআর টেস্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ।