শীতলকুচি, ২২ সেপ্টেম্বর : রবিবার ছোটো শালবাড়ি নাগরিক কমিটির পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। ছোটো শালবাড়ি জমিরুদ্দিন হাই স্কুলের মাঠে এদিন এই টুর্নামেন্ট আয়েজিত হয় ।
এদিনের প্রথম ম্যাচে মাথাভাঙ্গা একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে গোসাইরহাট জাগৃতি সংঘ । অন্যদিকে দ্বিতীয় ম্যাচে কোচবিহার এসএসএসি ১-০ গোলে ফালাকাটা বেলতলা অমর সংঘকে হারিয়ে ফাইনালে ওঠে । ফাইনাল ম্যাচে গোসাইরহাট জাগৃতি সংঘ ১-০ গোলে কোচবিহার এসএসএসি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন গোসাইরহাট জাগৃতি সংঘের বিকি সেন । জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ছোটো শালবাড়ি নাগরিক কমিটির সভাপতি বিজয় চন্দ্র বর্মন ও সম্পাদক নুরজামাল মিয়াঁ ।