অরুণ ঝা, ইসলামপুর: অজানা জন্তুর পায়ের ছাপে বাঘের আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গোয়ালপোখর থানার কামাত সম্বলপুর এলাকায়।
ঘটনায় যথেষ্ট উদ্বেগে রয়েছেন এলাকাবাসী। খোদ মহকুমা প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাঘ এলাকায় ঢুকেছে এই রটনায় এলাকায় ভীতির সঞ্চার হলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় কেউ বাঘ দেখেননি। সাধারণ মানুষের ভীতি দূর করতে পুলিশ ও প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সচেতন করে আতঙ্কিত না হওয়ার কথা বলা হচ্ছে।
আরও পড়ুন: খাদ্যসামগ্রী বিলি দেখতে আধিকারিকদের পরিদর্শন চালসায়
এই বিষয়ে ইসলামপুরের মহকুমাশাসক খুরশিদ আলম বলেন, ‘বাঘ ঢুকেছে এই রটনা বন্য জন্তুর পায়ের ছাপ দেখে ছড়িয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এলাকায় বাঘ নজরে আসেনি। বনদপ্তরের আধিকারিকদের বিষয়টি দেখতে বলা হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।’
উল্লেখ্য, গোয়ালপোখর এলাকায় বাঘ আসার ভৌগোলিক যুক্তি সাধারণত নেই। কিন্তু এলাকাবাসীর আতঙ্ক এবং জন্তুর পায়ের ছাপের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন গোটা বিষয়টির ওপর নজর রাখছে।