Online Desk: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার বিমানের মতো ট্রেনেও থাকবেন সেবিকা। এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে। যদিও সব ট্রেনে তাঁরা থাকবেন না।
ভারতে এখন মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। রেল সূত্রে খবর, প্রিমিয়াম ট্রেনগুলিতে রেলসেবিকা নিয়োগ করা হবে। পরিষেবার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদেরই নিয়োগ করা হবে। ইতিমধ্যে গতিমান এক্সপ্রেসে রেলসেবিকা নিয়োগ করা হয়েছে। বিমানসেবিকাদের মতো তাঁরা দিন-রাত কাজ করবেন না। মহিলারা শুধুমাত্র দিনে রেলে কাজ করবেন। আর রাতে থাকবেন রেলসেবকরা। মূলত নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, যাত্রীদের সুবিধা, সমস্যা অর্থাৎ এক কথায় যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হচ্ছে। তবে কবে থেকে এই পরিষেবা মিলবে, সে বিষয়ে জানানো হয়েছে, কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।