নয়াদিল্লি: এই প্রথমবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পেরিয়ে গেলে ৫০ হাজারের মনস্তাত্ত্বিক অঙ্ক। বৃহস্পতিবার বাজার খুলেতেই ৫০ হাজারের উপরে চলে গেল সেনসেক্স। তাল মিলিয়ে ন্যাশনাল ফিফটি(নিফটি)-ও ১৪ হাজার ৭০০ অঙ্কের উপরে চলে গেল। লকডাউনের পর শেয়ার বাজার এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে যাওয়ায় খুশির হাওয়া লগ্নিকারীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল-সকাল নতুন উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স। এই প্রথমবার সূচক ৫০, ০০০-এর মাইকফলক পার করল। উর্ধ্বমুখী হয়েছে নিফটিও।
Checkout the journey of #Sensex as it crosses 50k for the first time #Sensex50k #BSE pic.twitter.com/ZULK533iL8
— BSE India (@BSEIndia) January 21, 2021
বুধবার বিকেলে বাজার বন্ধের সময় রেকর্ড গড়ে ৪৯,৭৯২.১২ অঙ্কে পৌঁছে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে (প্রি-ওপেন সেশন) তৈরি হয় নয়া রেকর্ড। ৩০৪.৪৫ পয়েন্ট উঠে আপাতত সেনসেক্স ৫০,০৯৬.৫৭ পয়েন্টে পৌঁছে গিয়েছে। সকাল ৯ টা ১৬ মিনিট পর্যন্ত আবার ০.৪৪ শতাংশ লাফ দিয়ে ১৪,৭০৮ পয়েন্ট ছুঁয়ে ফেলেছে নিফটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুচরো পণ্য বিক্রির জন্য ফিউচার গ্রুপের সঙ্গে ৩৪০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরের অনুমোদন পাওয়ার পর বুধবার ১.৭ শতাংশ বেড়েছিল রিলায়েন্সের শেয়ার।