মেখলিগঞ্জ: ফের অভিযান চালিয়ে বিদেশি পাখি উদ্ধার করল বন দপ্তর। বুধবার কুচলিবাড়ি থানার পুলিশ ১০৪ ফুলকাডাবরির ভানু রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে চারটি বিদেশি পাখি উদ্ধার করে। তার মধ্যে একটি বিদেশি সারস পাখি ও তিনটি ক্রাস্টেড অ্যাঙ্গাস। মাথাভাঙার(Mathabhanga) অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, ‘পাখি গুলিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভানু রায় ও তার ভাইপো গৌতম রায় পাখিগুলিকে বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছে। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়।
দু’মাস আগেই মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তে দক্ষিণ আমেরিকার দুটি তোতাপাখি ও ১০ টি গোল্ডেন পায়রা উদ্ধার করে বিএসএফ। এক মাস আগে কুচলিবাড়ি সীমান্তে ডাকুয়াটারি থেকে দুটি আমেরিকার ম্যাকাও উদ্ধার করে কুচলিবাড়ি থানার পুলিশ। গত বছর মার্চে আলিপুরদুয়ারে আসাম সীমান্তের বারোবিসায় একটি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও বিএসএফ আধিকারিকদের অনুমান, বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই সীমান্তে আনা হচ্ছে বিদেশি পাখি। বার বার উত্তরবঙ্গে বিদেশি পশু ও পাখি উদ্ধার ঘিরে প্রশ্ন উঠছে।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মায়ানমার হয়ে ভারতের উত্তরপূর্ব দিয়ে উত্তরবঙ্গে বিদেশি পশু পাখি আসছে। তারপর ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি বাংলাদেশেও সেগুলি পাচার করা হচ্ছে। শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের মরুদেশ থেকে পাচার হওয়া উট ও দুম্বাও একাধিক বার উদ্ধার হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। মূলত সেগুলি বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই উত্তরবঙ্গকে করিডর করা হয়।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ