কিশনগঞ্জ: যাত্রীবাহী বাস থেকে ২৬ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করল কিশনগঞ্জের(Kishanganj) বাহাদুরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে পাটনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে এগুলি বাজেয়াপ্ত হয়। পাচারে অভিযুক্ত বাসের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। বাহাদুরগঞ্জ থানার আইসি চিত্তরঞ্জন প্রসাদ যাদব জানিয়েছেন, এদিন সকাল থেকেই বাহাদুরগঞ্জের এলআরপিচকে (৩২৭ ই জাতীয় সড়ক) পুলিশের নাকা চেকিং চলছিল। সেইসময় পাটনাগামী বাসটি থেকে বিদেশি মদ বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের এদিন কিশনগঞ্জ আদালতে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে নির্মীয়মাণ বহুতলের ছাদ ভেঙে মৃত ১, আহত ২