ডিজিটাল ডেস্ক : অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিশিয়ান পদে ৩৫৭ জনকে নিচ্ছে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে। এটি দিল্লি সরকারের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে। তবে চুক্তির মেয়াদ বাড়তে পারে।
অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান: শূন্যপদ ১১২টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমাধারী ও ২ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মাইনে ৪৬,৩৭৪ টাকা। অ্যাসিস্ট্যান্ট ফিটার: শূন্যপদ ১৭৫টি। সংশ্লিষ্ট শাখার আইটিআই পাশ অথবা ৩ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। বয়স ১৮ থেকে ২৫ বছর। মাইনে ১৭,৬৯৩ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৭০টি। সংশ্লিষ্ট শাখার আইটিআই পাশ অথবা ৩ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। বয়স ১৮ থেকে ২৫ বছর। মাইনে ১৭,৬৯৩ টাকা।
আবেদন করবেন অনলাইনে https://dtc-rp.com/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ এপ্রিল থেকে ৪ মে-র মধ্যে।
আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ও https://dtc.delhi.gov.in ওয়েবসাইটে।