বিন্নাগুড়ি: বাসিন্দাদের সুবিধার্থে বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরের ক্যাম্পাসের ভেতরে চলছিল পাকা রাস্তা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ। কিন্তু বন দপ্তরের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। ফের কাজ শুরুর জন্য অনুমতির দাবিতে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জারের দ্বারস্থ হলেন এলাকাবাসী। বৃহস্পতিবার তাঁরা রেঞ্জারের সঙ্গে বৈঠক করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিন্নাগুড়ি ডিপুপাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকে বন দপ্তরের রাস্তা দিয়ে যাতায়াত করছেন। তাঁরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছিলেন। দাবি মেনে পঞ্চায়েত সদস্য তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক শ্যাম রাস্তা পাকা করার উদ্যোগ নেন। এজন্য নির্মাণ সামগ্রীও ফেলা হয়। কিন্তু অনুমতি ছাড়াই বন দপ্তরের জায়গায় রাস্তা নির্মাণ হচ্ছে, এমন অভিযোগ তুলে কাজ আটকে দেওয়া হয়। অভিযোগ, ফরেস্ট ল্যান্ডে এভাবে এনওসি না নিয়ে নির্মাণ শুরু করা বেআইনি। এই কারণেই রাস্তা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক শ্যাম জানান, বন দপ্তরের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি পেলেই ফের কাজ শুরু করা হবে। রেঞ্জার শুভাশিস রায় জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ আছে।
ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলল বানারহাটে, তৎপর স্বাস্থ্য দপ্তর
নাগরাকাটা: ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে বানারহাটেও। ওই ব্লকে গত রবিবার ও সোমবার মিলিয়ে দুজন ডেঙ্গি আক্রান্ত হন। বাড়ি ব্লকের কাঠালগুড়ি...
Read more