চালসা: বন সংলগ্ন সমস্ত রিসর্টগুলির ওপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। সম্প্রতি বন দপ্তরের তরফে একটি সার্কুলার জারি করে রিসর্টগুলিকে এই নতুন নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন বিভিন্ন রিসর্টে বিয়ে, জন্মদিন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে আপত্তি নেই তবে অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলতে অনেকেই উচ্চস্বরে মাইক বাজিয়ে থাকেন। এবার জঙ্গল সংলগ্ন রিসর্টগুলিতে মাইক বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। পাশাপাশি যে সমস্ত আলো রিফ্লেক্ট করে সেগুলি কোনভাবেই জ্বালানো যাবে না। বিশেষ করে লেজার লাইটের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। রিসর্টে বন ফায়ার করা যাবে না, অর্থাৎ রান্না ঘরের বাইরে আগুন জ্বালিয়ে খাবার তৈরী করা যাবে না। এই বিষয় গুলির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর।
মূলত, বন্য প্রানীদের কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর। পরিবেশপ্রেমীদের মতে বন সংলগ্ন এলাকার রিসর্টগুলিতে তারস্বরে মাইক বাজানোর পাশাপাশি আলো জ্বালানোর ফলে বন্যপ্রাণীরা বিরক্ত হয়। তাদের স্বাভাবিক জীবনযাত্রার ভারসাম্য নষ্ট হয়। বিষয়টি বন দপ্তর খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশিকা গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে লাটাগুড়ি এবং মূর্তির সমস্ত রিসর্টে পৌঁছে দেওয়া হয়েছে।