আসানসোল: আসানসোলের (Asansol) সালানপুর থানার রূপনারায়ণপুর বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে একটি সজারু উদ্ধার করল জেলা বন দপ্তর। জানা গিয়েছে, বেশ বড় আকৃতির সজারুটিকে গতকাল রাতে রূপনারায়ণপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দপ্তরে। খবর পেয়ে আসানসোল রেঞ্জের বন দপ্তরের কর্মীরা পৌঁছে যান এলাকায়। বন দপ্তরের আসানসোল রেঞ্জের তৎপরতায় একটা স্পেশাল টিম গঠন করা হয়। সেই টিম এলাকায় এসে সজারুটিকে উদ্ধার করে নিয়ে যায় নিজেদের কার্যালয়ে। বন দপ্তর জানিয়েছে, এই রকম সজারু চিত্তরঞ্জনে রেল কারখানার ভেতরের জঙ্গলে, মাইথন ও আশেপাশের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। হয়তো কোনও কারণে সেই সজারু জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছে লোকালয়ে। দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়ে একটি প্রাণীর জীবন রক্ষার জন্য বন দপ্তরের আধিকারিক ও কর্মীদের রূপনারায়ণপুর এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন : বাড়ল দুয়ারে সরকার পরিষেবার মেয়াদ