ডিজিটাল ডেস্কঃ রাজ্যে প্রায়শই শুট আউটের ঘটনা সামনে আসছে। উত্তর ২৪ পরগনার হাবড়াতে গুলি চালানোর ঘটনা ঘটেছে বুধবার মাঝরাতে। এমনকি বোমাও ছোঁড়া হয়েছে বলে শোনা যাচ্ছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রাজু ঘোষ এবং শান্তনু রায় নামে দুই ব্যক্তি। আর এবার এই ঘটনায় লাগলো রাজনৈতিক রঙ। গুলি চালানোর ঘটনায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি দাবি করেছেন, হামলাকারীরা বিজেপির আশ্রয়ে রয়েছে। পুলিশ তল্লাশি চালাচ্ছে। তিনি আরও বলেন, দুষ্কৃতীরা বারাসাত এবং বসিরহাট থেকে এসেছে। বিজেপির পক্ষ থেকে এই শুট আউটকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে ব্যাখ্যা করা হচ্ছে। শুট আউটের ঘটনা নিয়ে কার্যত তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হলো রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুনঃ ব্যারাকপুর শুট আউটের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্তের ভাই