জামালদহ: রবিবার জামালদহের সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শনে আসেন কোচবিহারের (Coochbehar) সহকারী বিভাগীয় বনাধিকারিক বিজনকুমার নাথ ও মাথাভাঙ্গার রেঞ্জার সজল পাল। ‘অস্তিত্বের সংকটে বনাঞ্চল’-গত ১ জুলাই এই শীর্ষক একটি প্রতিবেদন উওরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছিল। সেই খবরের জেরে তাঁরা পরিদর্শনে আসেন। এদিন বিট অফিসার পরিমল বর্মন সহ যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। বনাধিকারিক বিজনকুমার নাথ জানান, গাছের গুঁড়ি গুলি উদ্ধার করা হয়েছে। আগামীতে বন দপ্তরের তরফে এই বনাঞ্চলে নজরদারি বাড়ানো হবে। জামালদহ যৌথ বন সুরক্ষা কমিটির সভাপতি হিমাংশু রায় মাঝি জানান, এই বনাঞ্চলে আরও গাছ লাগানো হবে।
স্টেশনে নামতেই উচ্ছ্বাসে ভাসলেন মন্ত্রী উদয়ন
কোচবিহার: মন্ত্রী হয়ে ফিরতেই উচ্ছ্বাসে ভাসলেন উদয়ন গুহ। মঙ্গলবার দুপুরে পদাতিক এক্সপ্রেসে চেপে নিউ কোচবিহার(Coochbehar) স্টেশনে নামেন নয়া উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।...
Read more