নাগরাকাটা: যৌথ বন পরিচালন সমিতি (Joint forest management committee) গঠিত হল হাজিপাড়া ও ডাঙ্গাপাড়ায়। গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের ওই দুই বনবস্তির যৌথ বন পরিচালন সমিতি গঠন উপলক্ষ্যে শনিবার খয়েরবাড়ি প্রাথমিক স্কুলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বস্তিবাসীদের জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বনকর্তারা। গরুমারা বন্যপ্রাণ শাখার এডিএফও জন্মেজয় পাল বলেন, ‘বন ও বন্যপ্রাণ রক্ষার কাজটি বনকর্মীদের পাশাপাশি বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আরও গতি পাবে।‘
এদিন হাজিপাড়া যৌথ বন পরিচালন সমিতির ১৫ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়। অন্যদিকে ডাঙ্গাপাড়ার কার্যকরী কমিটির সদস্য হিসেবে বেছে নেওয়া হয় ২০ জনকে। এদিনের বার্ষিক সাধারণ সভা থেকে ক্রমশ বাড়তে থাকা বন্যপ্রাণীর হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাসিন্দারা। উঠে আসে বকেয়া থাকা ক্ষতিপূরণের কথাও। বনাধিকারিকরা জানিয়েছেন আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে, জলপাইগুড়ি জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাওঁ, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মনোজ তির্কি, সমাজসেবী সঞ্জয় কুজুর, গোবিন লামা সহ আরও অনেকে।