কলকাতা: একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় এখনও যাঁরা ঘরছাড়া, তাঁদের অভিযোগ শুনতে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের ২ জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিল হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নির্দেশ দিয়েছেন তিনি আদালতে ঘরছাড়াদের যে তালিকা দিয়েছেন, সেই তালিকা ওই কমিটির হাতে তুলে দিতে। কমিটি খতিয়ে দেখে আদালতকে রিপোর্ট দেবে। ১৯ এপ্রিল ফের এই মামলার শুনানি।
আরও পড়ুন : বাবার প্রচারে আসানসোলে আসছেন সোনাক্ষী