নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পরমাণু বিজ্ঞানী ও পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ড: শেখর বসুর। বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৮ বছর।
President Ram Nath Kovind expresses his condolences to the family & friends of Dr. Sekhar Basu, former Chairman of the Atomic Energy Commission & Nuclear Scientist, who passed away in Kolkata today at the age of 68. pic.twitter.com/00Wj39SMFc
— ANI (@ANI) September 24, 2020
ভারতের পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ ছিলেন শেখর বসু। পরমাণু শক্তিচালিত সাবমেরিন আইএনএস অরিহন্ত তৈরির ক্ষেত্রেও তাঁর যথেষ্ট ভূমিকা ছিল। পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখরবাবু ২০১৪ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কার পান।
ড: শেখর বসুর মৃত্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে শোক প্রকাশ করেছেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেছেন।