কলকাতা: তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। বুধবার তিনি কলকাতায় এসে ঘাসফুল শিবিরে যোগ দেন। সোমবারই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সহ এদিন ১০ জন তৃণমূলে যোগ দিয়েছেন।
এদিকে, তৃণমূল কংগ্রেসের পতাকায় ছয়লাপ গোয়া। পানাজিতে গোয়া এয়ারপোর্ট লাগোয়া এলাকায় তৃণমূলের পতাকা ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছে।
West Bengal | Former Goa Chief Minister and MLA Luizinho Faleiro joins Trinamool Congress in Kolkata.
A total of 10 people have joined the party today. pic.twitter.com/exDm3IW4cX
— ANI (@ANI) September 29, 2021