রায়গঞ্জ: এবার সায়নের পাশে দাঁড়াল রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক (MLA of Raiganj) মোহিত সেনগুপ্ত। রবিবার সায়নের বাড়িতে গিয়ে তাঁর হাতে নগদ অর্থ, মিষ্টির প্যাকেট ও পেন তুলে দেন মোহিতবাবু। পাশাপাশি আগামীতে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। মোহিতবাবু বলেন, ‘বিষয়টি প্রথম উত্তরবঙ্গ সংবাদে জানতে পারি। তাঁর সাফল্যে ভীষণ খুশি। আজ তাই সায়নের বাড়িতে এসেছি শুভেচ্ছা জানাতে। সামান্য কিছু তুলে দিলাম। আগামীদিনে পাশে থাকব।‘
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর ধরে হাই সুগার ও আর্থিক অনটন হওয়া সত্বেও সর্বভারতীয় জ্যাম পরীক্ষায় (All India Jam Examination) ২০০ র্যাংক করেছে রায়গঞ্জের দেবিনগরের বাসিন্দা সায়ন থোকদার। আগামীতে খড়গপুর আইআইটিতে ভর্তি হয়ে রিসার্চ করতে চায় সে। আগামী ১১ এপ্রিল কাউন্সেলিং রয়েছে তাঁর। নিয়মিত চারবার করে ইনসুলিন নেওয়ার পরেও সে এবার সর্বভারতীয় জ্যাম পরীক্ষায় ২০০ র্যাংক করেছে।
অন্যদিকে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী হেমতাবাদের অ্যাম্বুল্যান্স চালক উচ্চশিক্ষিতা সেলিনা বেগমের হাতে তৃতীয় কিস্তির ৫০ হাজার টাকার চেক তুলে দেন। করোনাকালে নিজের জীবনকে তুচ্ছ করে যেভাবে সেলিনা গ্রামগঞ্জের রোগীদের অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়েছেন তা সকলেরই জানা। তাই ২০২০ সাল থেকে প্রতিবছর ৫০ হাজার টাকা সান্মানিক দেওয়া হচ্ছে সেলিনা বেগমকে।