হরিশ্চন্দ্রপুর: বিধানসভা নির্বাচনের আগে চারটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরে আমবাগান থেকে বোমাগুলি উদ্ধার হয়।
- Advertisement -
এদিন সকালে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামে আমবাগানে একটি গাছের নীচে চারটি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকল ও জেলার বম্ব ডিসপোজাল ইউনিটকে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এলাকা থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। নির্বাচনের আগে এলাকায় অশান্তি সৃষ্টি করতে বোমাগুলি মজুত করা হচ্ছিল কিনা এই বিষয়ে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। ঘটনার তদন্ত চলছে।