বিন্নাগুড়ি: বিন্নাগুড়িতে(Binnaguri) শুরু হল চারদিন ব্যাপি ২৪ কুন্ডিয় গায়েত্রি মহাযজ্ঞ। এই উপলক্ষ্যে বিন্নাগুড়ি গায়েত্রী পরিবারের তরফে রবিবার সকালে এক কলস যাত্রার আয়োজন করে। এই কলসযাত্রা বিন্নাগুড়ি ধর্মশালা থেকে শুরু করে বিন্নাগুড়ি চৌপথি দিয়ে, বিন্নাগুড়ি হাটখোলা, গয়েরকাটা রোড, বিন্নাগুড়ি চাঁদনি মার্কেট হয়ে বিন্নাগুড়ি ধর্মশালায় শেষ হয়। বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী এদিনের কলস যাত্রায় অংশ নেন। আজকের শোভাযাত্রায় প্রায় ৮০০ পুণ্যার্থী অংশগ্রহণ করে।
বিন্নাগুড়ি গায়েত্রী মহাযজ্ঞ কমেটির তরফে গোপাল সিংহ, রামধারি গুপ্তা, ব্রীজমোহন মিত্তাল, গুড্ডু বার্নওয়াল প্রমুখ জানান, এই গায়েত্রী মহাযজ্ঞ আগামী বুধবার পর্যন্ত চলবে। ২১তম মহাযজ্ঞ কথায় কয়েকদিন সকালে শান্তিমহাযজ্ঞ এবং সন্ধ্যার পর হরিদ্বার থেকে আসা প্রবচন শিল্পীদের দ্বারা সনাতন ধর্ম অনুসারে পূজা পাঠ, ভজন অনুষ্ঠান।