নিউজ ব্যুরো: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করল গুজরাটের এটিএস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড)। ওই চারজন গত ২৯ বছর ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে চার অভিযুক্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ধৃতদের নাম আবু বকর, সৈয়দ কুরেশি, মহম্মদ শোয়েব কুরেশি ওরফে শোয়েব বাওয়া এবং মহম্মদ ইউসুফ ওরফে ইউসুফ ভটকা। অভিযুক্তরা মুম্বইয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ১২ মে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটিএসের ডিজিপি অমিত বিশ্বকর্মা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। অভিযুক্তদের ব্যাপারে পুলিশের কাছে খবর ছিল। সেইমতো অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ গুজরাট নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল