বালুরঘাট: করোনা কালে লকডাউনের সুযোগেই, আত্মীয় দের ঝেড়ে ফেলতেই যেন চেয়েছিলেন কিছু মানুষ। তাই রোগী হয়ে ঢুকে, বালুরঘাট হাসপাতালের আবাসিক হয়েই থেকে গিয়েছেন ওঁরা চারজন। ২০২০ সালে লকডাউন শুরু হতেই, বালুরঘাট এর বিভিন্ন এলাকা থেকে, এমন কয়েকজন রোগীকে হাসপাতালে দিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ দুই বছর ধরে তারা রয়ে গিয়েছেন বালুরঘাট হাসপাতালেই। যদিও এমন আরও কয়েকজনকে অবশ্য হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও ফুজলু, লোকেন, সুদীপরা চারজন থেকেই গিয়েছেন হাসপাতালে। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তারা প্রত্যেকেই শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও, তাদের আর বাড়ি ফেরাতে চাননি আত্মীয়রা। খবর নেন না কেউই। হাসপাতাল কর্তৃপক্ষও বাড়ি ফেরাতে উদ্যোগী হলেও, আত্মীয়দের তরফ থেকে কোনও সদিচ্ছা ছিল না। ফলে হাসপাতালই এখন তাঁর একমাত্র ঠিকানা ওই অসহায় মানুষদের। হাসপাতাল কর্তৃপক্ষ এদের আইসোলেশন ওয়ার্ডের দোতলাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। হাসপাতালের খাবার খান, হাসপাতালেরই পোষাক পরেন। কিন্ত এভাবে হাসপাতালকে ব্যবহার করা যায় কিনা সেই প্রশ্নের উত্তর মেলেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে মানবিক কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছেন।
সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার অভিযোগে ধৃত যুবক
বালুরঘাট: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। শুক্রবার গভীর রাতে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সাতরাই গ্রাম থেকে...
Read more