হবিবপুর: বিয়ের বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে ভুটভুটি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল শিশু সহ চারজনের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হবিবপুর(Habibpur) থানার কানতুর্কা-জাজোইল রাজ্য সড়কের মাঝে গুয়ালবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হবিবপুর থানার পুলিশ। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএসপি-ট্র্যাফিক এবং জোনাল ডিএসপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম হবিবপুরের লোনসা এলাকার বাসিন্দা সুকুরমণি সোরেন(৪৩) এবং অভিজিৎ সোরেন(৪)। বংশীহারি থানার বাগদুয়ার এলাকার বাসিন্দা অমল মাহাতো(৪২), হবিবপুরের মাণিকোড়া এলাকার বাসিন্দা সুকুমার টুডু (৪৫)। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একটি ভুটভুটি করে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন অতিথিরা। সেই সময় কানতুর্কা-জাজোইল রাজ্য সড়কের মাঝে একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই ভুটভুটির সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বুলবুলচণ্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের বর্তমানে চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।