ডিজিটাল ডেস্কঃ এবার প্রতারণা চক্রের শিকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। জানা গিয়েছে বিভিন্ন সরকারি অফিসে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। জানা গিয়েছে, প্রতারণা চক্রের মূল পান্ডা সুভাষ মাহাতো সাঁওতালডিহি বাসিন্দা। পুলিশ তাঁকে ইতিমধ্যেই ৪৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আরও তিনজন এজেন্ট পুলিশের হাতে ধরা পড়েছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন নথি, মোবাইল ফোন এবং কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার হয়েছে। আপাতত পুলিশ এই প্রতারণা চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।
আরও পড়ুনঃ আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গে