নয়াদিল্লি, ১৯ মার্চ: করোনায় আক্রান্ত হয়ে দেশে চতুর্থ ব্যক্তির মৃত্যু হল। বৃহস্পতিবার পঞ্জাবের নয়া শহরে করোনা ভাইরাসে আক্রান্ত এক ৭২ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি জার্মানি থেকে ইতালি ভ্রমণ করে দেশে ফিরেছিলেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। এতদিন তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্রের পর চতুর্থ রাজ্য হিসেবে পঞ্জাবে করোনা আক্রান্তের মৃত্যু হল। বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই সংখ্যা বেড়ে হয়েছে ১৮২। এদিন, উত্তরপ্রদেশ থেকে নতুন করে ৩ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, ছত্তিশগড় থেকে দুটি করে এবং চণ্ডীগড় থেকে একজন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। চন্ডীগড়ে এক ২৩ বছর বয়সী মহিলার শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়েছে।
এদিকে, করোনভাইরাসকে সামনে রেখে আইসিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করেছে। তারা জানিয়ে দিয়েছে যে পরীক্ষার সংশোধিত তারিখগুলি ইতিমধ্যেই ঘোষণা করা হবে না। পরে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থা পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা গ্রহণে স্থানীয় সম্প্রদায় এবং সংস্থাগুলির সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।