ডিজিটাল ডেস্কঃ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নিরিখে উত্তরপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য। আজ উত্তরপ্রদেশে চলছে চতুর্থ দফার ভোট যুদ্ধ। চতুর্থ দফার লড়াইতে থাকছে লখনৌ এর পাশাপাশি উল্লেখযোগ্যভাবে লখিমপুর খেরি, সীতাপুর, পিলিভিট, হারদোই, উন্নাও, রায়বরেলি সহ মোট ৫৯ টি আসন। এবং বলে দিতে হবে না, এই প্রতিটি কেন্দ্র অত্যন্ত সংবেদনশীল। বিশেষজ্ঞদের মতে, লখিমপুর খেরি এবং উন্নাও বিজেপির জন্য অত্যন্ত কঠিন ময়দান হতে পারে। পাশাপাশি কংগ্রেসের শক্ত ঘাঁটি রায়বরেলিও এই তালিকায় থাকছে। চতুর্থ দফায় লড়াইয়ে নেমেছেন বিজেপির তরফ থেকে হেভিওয়েট প্রার্থী আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক, আশুতোষ টন্ডন এবং ইডির প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর সিং। অন্যদিকে সপার প্রাক্তন মন্ত্রী অভিষেক মিশ্রও আজকের লড়াইতে ময়দানে। সবমিলিয়ে আজকের নির্বাচনে কোন দল এগিয়ে থাকে, সেদিকেই থাকছে নজর বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ যোগীর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কৃষকদের