রাজগঞ্জ: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজগঞ্জ (Rajganj) থানার পুলিশ। ধৃতের নাম শ্যামল বর্মন। বাড়ি বাগডোগরা থানার ভুবনগুড়িছাট গ্রামে। পলাতক আরেক অভিযুক্ত করিমুল হক। তার বাড়ি রাজগঞ্জ থানার তেওয়ারিপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের তেওয়ারিপাড়ার যুবক সাজ্জিত হোসেনকে ব্লকের ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেওয়ার নাম করে ২ লক্ষ ৪০ হাজার টাকা নেয় অভিযুক্তরা। একই এলাকার ভাঙ্গামালির নুর ইসলাম নামে এক যুবকের কাছ থেকেও ৩ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতারিত যুবক সাজ্জিত হোসেন জানিয়েছেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করিমুল নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বাগডোগরার শ্যামল বর্মনকে নিয়ে তাঁর বাড়িতে আসে। ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা নেয়। এলাকার আরেক যুবকের কাছ থেকে নেয় সাড়ে তিন লক্ষ টাকা। কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও চাকরির ব্যবস্থা হয়নি। টাকা ফেরত চাইলে দিতে টালবাহানা করে অভিযুক্তরা। গত বছর ৫০ হাজার টাকা ফেরতের জন্য একটি চেক লিখে দিলেও তা বাউন্স হয়ে যায়। একইভাবে অন্য যুবককে ২ লক্ষ টাকা ফেরতের জন্য চেক দিলেও সেই চেকও বাউন্স হয়ে যায়। গোটা ঘটনা জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর পর রবিবার রাজগঞ্জ থানার পুলিশ বাগডোগরা থেকে শ্যামল বর্মনকে গ্রেপ্তার করে। আরেক অভিযুক্ত করিমুল হক আগাম জামিনের জন্য আদালতে আবেদন করলেও তা বাতিল হয়ে যায়। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে অভিযুক্ত শ্যামল। এর আগেও শ্যামল বর্মন একইভাবে প্রতারণার অভিযোগে মাটিগাড়া থানার পুলিশের হাতে ধরা পড়ে অনেকদিন জেল খেটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। ধৃতকে হেপাজতে নিয়ে ওই প্রতারণা চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করা হবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : চরম ব্যস্ততা কুমারটুলিতে, সরস্বতী মূর্তি বানিয়ে লক্ষ্মীলাভের আশায় মৃৎশিল্পীরা