কিশনগঞ্জ: কিশনগঞ্জ সদর হাসপাতালে জননী সুরক্ষা প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের আর্থিক সহায়তায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এমনটাই জানিয়েছেন হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ আনোয়ার হোসেন। হাসপাতালে মা ও শিশুর মৃত্যুর হার একেবারেই নেই বলেই মঙ্গলবার জানান তিনি। ডেপুটি সুপার আরও জানান, গ্রামীণ এলাকার গর্ভবতী মায়েদের ১৪০০ টাকা ও শহরের মায়েদের ১০০০ টাকা প্রসবের পরে দেওয়া হয়। শেষ আর্থিক বছরে ২৮ লাখ ৭৪ হাজার টাকা শহরের মায়েদের ও গ্রামের মায়েদের ৪০ লাখ ১২ হাজার টাকা দেওয়া হয়েছে। হাসপাতালে চলতি বছরে সফলভাবে ৩৩২টি সিজার হয়েছে বলেও জানান তিনি। এছাড়া মায়েদের অ্যাম্বুল্যান্সে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও জন্মের একঘণ্টার মধ্যেই শিশুর জন্মের প্রমাণপত্র অভিভাবককে দেওয়া হয় বলেও ডেপুটি সুপার জানান।
আরও পড়ুন : হাঁসখালি নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন নির্ভয়ার মা