পতিরাম: করোনার সংক্রমণ প্রতিহত করতে এবং অসহায়, দুঃস্থ ও বয়স্ক মানুষদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একেবারে অন্যরকম ত্রান সামগ্রী বিতরণ করল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আলুমনি ওয়েলফেয়ার এসোসিয়েশন। বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের পতিরাম গ্রামপঞ্চায়েত এলাকার মনিপুর, মাঝিয়ান, বর্ষাপাড়া, চকহায়, দক্ষিনপাড়া ও লক্ষীপুর গ্রামে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল আপেল, কলা, মৌসম্বি, সর্ষের তেল, সয়াবিন প্যাকেট, হলুদের প্যাকেট, রান্নার মশলা, পটল, করলা, স্কোয়াশ, মুসুর ডাল, ভিটামিন ট্যাবলেট ইত্যাদি।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডঃ বাপ্পা প্রামানিক, ভিক্টর সরকার, দেবব্রত সরকার, ইসা হক, মামুন রশিদ, বিপ্লব দাস প্রমুখ। ত্রানসামগ্রী বিতরণ শেষে মৃত্তিকা বিজ্ঞানী বাপ্পা প্রামানিক বলেন, ‘বর্তমানে সমাজের গরিব ও বয়স্ক মানুষের অবস্থা খুব শোচনীয়। এই সময় শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বিশেষভাবে প্রয়োজন সুষম খাদ্যের। তাই সংগঠনের তরফে আমরা সামান্য ফলমূল, খাদ্যসামগ্রী ও ভিটামিন ট্যাবলেট তুলে দিলাম। গরিব ও বয়স্ক মানুষের এতে সামান্য উপকারও হলে এই উদ্যোগ কাজে লেগেছে বলে আমরা মনে করবো।’