রায়গঞ্জ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘরের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। ক্ষমতায় ফিরেই প্রকল্পটি চালু করে মাসে মাসে মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে সরকারি কোষাগার থেকে। আজ তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতে এই প্রকল্পে নেতাজি ইন্ডোরের স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২০ লক্ষ মহিলার হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র প্রাপ্য টাকা তুলে দিলেন। উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের তৃতীয় পর্যায়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার মহম্মদ সানা আখতার, রায়গঞ্জ মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ, পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন জেলার ২০ জন মহিলার হাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীকী চেক এবং সার্টিফিকেট তুলে দেন প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুন: মাফিয়ারা দেদার মাটি কাটায় বাসস্থান হারাচ্ছে পাখিরা