গাজোলঃ ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের মৃত্যু মিছিল অব্যাহত মালদা জেলায়। মাস কয়েক আগে কাশ্মীরে কাজ করতে গিয়ে মারা গিয়েছিলেন গাজোলের (Gazole) আলাল এলাকার এক শ্রমিক। এবার বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে মৃত্যু হল আহোড়া এলাকার এক পরিযায়ী শ্রমিকের। কি কারণে মারা গিয়েছেন ওই শ্রমিক তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে কোন জমি জমা নেই তাদের। দিনমজুরি করি চলে সংসার। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ প্রকল্প। তাই অতিরিক্ত রোজগারের আশায় দিন ১৫ আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন গৌরাঙ্গ রায়(৫২) নামক ওই ব্যক্তি। শনিবার রাতে তার মৃত্যু সংবাদ এসে পৌঁছয়। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। সহায় সম্বলহীন ওই দিনমজুরের মৃতদেহ কিভাবে বাড়িতে আনা যায় সেই বিষয় নিয়ে চলছে আলোচনা। মৃতদেহ যাতে বাড়িতে আনা যায় তার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে হতদরিদ্র ওই দিনমজুরের পরিবার।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত গৌরাঙ্গ রায়ের স্ত্রী ময়না রায় জানালেন, ‘তাদের জমি জমা কিছুই নেই। দিনমজুরি করেই চলে সংসার। সংসার চালাতে তাই বাধ্য হয়েই দিন ১৫ আগে এলাকার অন্যান্যদের সাথে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন তার স্বামী। গতকাল রাতে ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন তার স্বামী নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসার জন্য এক্ষুনি কম করে এক লাখ টাকা দরকার। কিন্তু বর্তমানে তাদের দুবেলা ঠিকমতো খাবার জুটছে না। এই অবস্থায় এতগুলো টাকা কিভাবে জোগাড় করব। এরপর জানা যায় তার স্বামীকে নাকি একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানতে পারেন তাঁর স্বামী মারা গিয়েছেন। তবে ঠিক কিভাবে তার স্বামীর মৃত্যু হয়েছে তা এখনও অজানা তাদের কাছে।’
পরিযায়ী শ্রমিক গৌরাঙ্গ রায়ের মৃত্যুর খবর শুনে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাঝেমধ্যেই প্রতিবেশীরা এসে সান্ত্বনা জানিয়ে যাচ্ছেন পরিবারকে। গৌরাঙ্গ বাবুর মৃতদেহ বেঙ্গালুরু থেকে কবে গ্রামে আসে সেই দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন : বৃদ্ধাশ্রম গড়ার পরিকল্পনা কালিয়াগঞ্জের জগন্নাথ সেবাশ্রম সংঘের