পুণ্ডিবাড়ি ও ফেশ্যাবাড়ি: লকডাউনের মাঝে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে প্রতিদিন জুয়া ও মদের আসর বসছে। কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত মধুপুরের তোর্ষা নদীর রেল সেতুর নীচের ঘটনা।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের অভিযোগ, লকডাউনের মাঝে প্রতিদিন বাইরে থেকে বহু যুবক এসে রেল সেতুর নীচে ভিড় করছেন। সেখানে তাস ও মদের আসর বসানো হচ্ছে। ফলে ভাইরাস সংক্রমিত হওয়ায় আশঙ্কা থেকে যাচ্ছে।
মদ্যপানের পরে স্থানীয়দের সঙ্গে তাঁরা বিবাদে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ। এরফলে এলাকায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাসিন্দা এক কলেজ পড়ুয়ার অভিযোগ, সমাজিক দূরত্বের কোনও বালাই নেই। যার জেরে ভাইরাস সংক্রামিত হওয়ায় আশঙ্কা থাকছে। অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিৎ।
এইবিষয়ে পুণ্ডিবাড়ি থানার ওসি মহিম অধিকারী বলেন, ‘অবৈধ জমায়েতের বিরুদ্ধে সব জায়গায় অভিযান চলছে। ওই জায়গায়ও অভিযান চালানো হবে।’