নয়াদিল্লি, ২ অক্টোবরঃ বুধবার মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে গান্ধিজির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন টুইটে তিনি লেখেন, ‘বাপুকে সম্মান জানাই৷ মানবতার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ৷ এই বিশ্বকে আরও সুন্দর করে গড়ে তোলার তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্নপূরণে আমরা কঠোর পরিশ্রম করব।’
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी 150वीं जन्म-जयंती पर शत-शत नमन।
Tributes to beloved Bapu! On #Gandhi150, we express gratitude to Mahatma Gandhi for his everlasting contribution to humanity. We pledge to continue working hard to realise his dreams and create a better planet. pic.twitter.com/4y0HqBO762
— Narendra Modi (@narendramodi) October 2, 2019
বুধবার সকালে গান্ধিজির সমাধিস্থল রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রথমবার ক্ষমতায় এসে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধিজয়ন্তী উপলক্ষ্যে এদিন গুজরাটের সবরমতী আশ্রমে গিয়ে স্বচ্ছ ভারত অভিযানকে আনুষ্ঠানিকভাবে সফল ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। গান্ধিজির পাশাপাশি এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিবস। সেই উপলক্ষ্যে বিজয়ঘাটে শাস্ত্রীজির সমাধিস্থলে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যে নাগাদ আমেদাবাদের সবরমতী আশ্রমে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ২০ হাজারেরও বেশি গ্রাম প্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে। সেখানে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতির জনকের স্মরণে আজ দেশজুড়ে মিছিল করবেন কংগ্রেস নেতারা। দলীয় সভাপতি সোনিয়া গান্ধির নেতৃত্বে দিল্লিতে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে পদযাত্রা করবেন রাহুল গান্ধি। লখনউ থেকে পদযাত্রার নেতৃত্ব দেবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়ঙ্কা গান্ধি বঢড়া।