Online Desk: নতুন রূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন কাশী বিশ্বনাথ করিডরের। করিডর তৈরির আগে, কাশী বিশ্বনাথ মন্দিরটি গঙ্গা থেকে সরাসরি দেখা যেত না। ২০-২৫ ফুট চওড়া এই করিডরটি গঙ্গার ললিতা ঘাট থেকে মন্দির চককে যুক্ত করবে। নতুন করিডরে এখন ঘাট থেকে সরাসরি মন্দির দেখা যাবে। এছাড়া, ঘাট থেকে মন্দিরে যেতে একাধিক গলিই ভরসা ছিল। নতুন পরিকল্পনায় মন্দিরের বিশাল চত্বর সহ নিজস্ব একটি এলাকা থাকবে। এদিন করিডরের প্রথম অংশের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। বিকেলে ক্রুজ বোটে বিভিন্ন ঘাটে গঙ্গা আরতিও দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিন নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, এদিন প্রথম নৌকায় করে ললিতা ঘাটে এসে পৌঁছোবেন তিনি। সেখান থেকে হেঁটে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন। গর্ভগৃহে প্রবেশ করে বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে ১৫ মিনিট বিশেষ আরতি করবেন। মন্দির থেকে বেরিয়ে প্রদীপ প্রজ্জোলন করবেন তিনি। মন্দিরের বাইরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী নীলকান্ত তিওয়ারি। অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর গায়ে শাল জড়িয়ে দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিএলডব্লিউ গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পরেরদিন, গেস্ট হাউসেই সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে উমারাহায় সর্বেদ মহামন্দির ধামের আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন : সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির, আজ আনুষ্ঠানিক উদ্বোধনে মোদি