বীরপাড়া, ২৭ সেপ্টেম্বরঃ এক গ্যারেজ মালিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপথিতে। জখম যুবককে প্রথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অভিযুক্ত যুবক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, শুক্রবার দুপুরে নম্বর প্লেটবিহীন একটি বাইক মেরামত করতে এসে গ্যারেজ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এক যুবক। বচসা চলাকালীন অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপায় গ্যারেজ মালিককে। আশপাশের লোকজন আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
- Advertisement -
এদিকে, ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা বীরপাড়ার মহাত্মা গান্ধি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।