চালসা: আবর্জনায় ভরে যাচ্ছে মেটেলি (Meteli) ব্লকের পর্যটনকেন্দ্র মূর্তি। জঙ্গল বন্ধ থাকায় ভিড় বাড়ছে মূর্তিতে। ফলে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকলেও যত্রতত্র ফেলে রাখছেন কিছু অসচেতন মানুষ। এদিকে নোংরা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন থাকলেও সেগুলিকে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। এই নিয়ে ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে। দূষণরোধে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমী, মূর্তির ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য বাপন রায় জানান, মানুষ সচেতন না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান হবে না। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন : আদিবাসী বৃদ্ধ খুনের ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ