মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ কমপক্ষে ১৫ জন। ঘটনার পরই অসুস্থদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমার রেজিস্ট্রি অফিসের পাশে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে লালবাগের এই পিএইচই পাম্প স্টেশন খারাপ অবস্থায় পড়ে ছিল। সোমবার সেই পিএইচই পাম্প স্টেশন ভাঙার কাজ চলছিল। তখনই পিএইচই গ্যাসের পাইপ লিক হয়ে যায়। পাইপ লিক হওয়ার পরই সেখান থেকে ঝাঁঝালো গ্যাস বের হতে শুরু করে। সেই সময় পিএইচই পাম্পে বেশ কয়েকজন ছিলেন। গ্যাস লিক হওয়ার ফলে ওই পাম্পে থাকা চারজন অসুস্থ হয়ে পড়েন। এছাড়া গ্যাস লিক করার ফলে পার্শ্ববর্তী এলাকার আরও ১৪ জনও গুরুতর অসুস্থ হয়ে যান।
স্থানীয়রা বিষয়টি জানার পরই অসুস্থদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছোয় মুর্শিদাবাদ থানার পুলিশ ও দমকলের কর্মীরা। লালবাগ মহকুমা হাসপাতালে যান মুর্শিদাবাদ পুরসভার চেয়ারপার্সন ললিতা দাস নন্দী।
আরও পড়ুন : সোমবার বউবাজারে দুটি বাড়ি ভাঙা হতে পারে, সিদ্ধান্ত কেএমআরসিএলের