জয়গাঁ: চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে বৃহস্পতিবার কালচিনি ব্লকের (Kalchini block)দলসিংপাড়া চা বাগানে গেট মিটিং করল বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন বিটিডব্লিউইউ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজ্য সরকার চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৩০ টাকা বৃদ্ধি করেছে। এত কম পারিশ্রমিকে চা শ্রমিকরা জীবন জীবিকা নির্বাহ করতে সমস্যায় পড়েছে। তাই তাঁদের দাবি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান করতে হবে।