মেটেলি: ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন মজুরি বৃদ্ধি নয়, চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বুধবার মেটেলি ব্লকের বিভিন্ন চা বাগানে গেট মিটিং করা হল।এদিন বাগানের ফ্যাক্টরির গেটের সামনে ১ ঘণ্টা মিটিংয়ের পর শ্রমিকরা ফের কাজে যোগ দেন। বিজেপির শ্রমিক সংগঠন বিটিডব্লিউইউ ও জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন এনইউপিডব্লিউ-এর তরফে ওই গেট মিটিং (Gate Meeting) হয়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandhopadhyay) আলিপুরদুয়ারে (Alipurduar) এসে চা বাগান (Tea Garden) শ্রমিকদের ১৫ শতাংশ মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেন। সরকারিভাবে বিজ্ঞপ্তিও জারি করা হয়। সরকারের সেই অন্তর্বর্তীকালীন মজুরি বৃদ্ধির বিরোধিতায় এদিন গেট মিটিং করা হয়। শ্রমিক নেতারা জানান, অন্তর্বর্তীকালীন মজুরি দিয়ে শ্রমিকদের সমস্যা মিটবে না। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি দিতে হবে। দাবির ভিত্তিতে লাগাতার আন্দোলন চলবে বলে নেতারা হুমকি দেন। এদিন মেটেলি ব্লকের ইনডং সহ বিভিন্ন চা বাগানে ওই গেট মিটিং করা হয়। ইনডং চা বাগানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা গণেশ চিকবড়াইক, সন্তোষ ভোক্তা, উইলিয়াম মিনজ, জাতীয় কংগ্রেস নেতা সিনু মুন্ডা সহ অন্যান্যরা।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাটের একাধিক এলাকা, আহত ১
রাঙ্গালিবাজনা: শুক্রবার রাতে একই সঙ্গে আলিপুরদুয়ার (Alipurduar)জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানা জায়গায় হাতির পাল হানা দেয়। পশ্চিম মাদারিহাটে হাতির আক্রমণে...
Read more