নিউজ ব্যুরো: ৬ মাসের মধ্যে শিলিগুড়ির যানজট সমস্যার সমাধান হবে। তৈরি হবে ক্রিকেট স্টেডিয়ামও। শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হবু মেয়র গৌতম দেব। তিনি এদিন বলেছেন, ’শিলিগুড়িতে যে জয় পাব, সেই আত্মবিশ্বাস ছিল। এই জয়ের একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ঢেলে সাজানো হবে। শিলিগুড়ির নদীগুলি সংস্কার করা হবে। ক্রিকেট স্টেডিয়ামও তৈরি হবে।‘ ৬ মাসের মধ্যে যানজট সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন গৌতম। এছাড়া প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হবে সিসিটিভি ক্যামেরা। হবু মেয়র আরও বলেন, ‘ভালো নাগরিক পরিষেবা দেওয়া আমাদের কর্তব্য। চিকিৎসা ও শিক্ষা অগ্রাধিকার পাবে।‘
উল্লেখ্য, পুরভোটে শিলিগুড়িতে বিরাট জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে পুরনিগম দখল করেছে ঘাসফুল শিবির। শিলিগুড়ি পুরভোটে ৩৭টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ৫টি আসন, সিপিএম ৪টি ও কংগ্রেস ১টি আসন পেয়েছে।
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে ধর্নায় আহত ব্যক্তি