শিলিগুড়ি: রোগী পরিষেবা উন্নত করতে বৈঠক করলেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বৈঠক করেন তিনি। অজ্ঞাতপরিচয় রোগীদের যেখানে সেখানে ফেলে না রেখে একটা স্বাস্থ্যকর জায়গায় রাখার নির্দেশ দিয়েছেন গৌতমবাবু। পাশাপাশি, এই অজ্ঞাতপরিচয় রোগীদের কোনও হোমে রাখা যায় কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।
হাসপাতালের সামগ্রিক উন্নয়ন, রোগী পরিষেবার মানোন্নয়ন নিয়ে আগামী ৩ ডিসেম্বর মেডিকেলে জেলাশাসক, জেলা স্বাস্থ্য কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলেও তিনি জানিয়েছেন। গৌতমবাবু ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা, হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসি প্রামাণিক।
আরও পড়ুন : আবগারি দপ্তরের অভিযানে বাজেয়াপ্ত বিদেশী মদ, ধৃত ১