হলদিবাড়ি: হলদিবাড়ির দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প পরিচালিত ছয় দলীয় স্বর্গীয় ক্ষিতীশচন্দ্র রায় মহিলা নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল গয়েশপুর স্পোর্টস ফুটবল অ্যাকাডেমি (কলকাতা)। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে দুই দলই দুটি করে গোল করে। গয়েশপুর স্পোর্টস ফুটবল অ্যাকাডেমির (কলকাতা) হয়ে গোল দুটি করেন মিনা খাতুন ও রিয়া দুলে। অন্যদিকে মোহিতনগর ক্লাব ও পাঠাগারের হয়ে জোড়া গোল করেন সঞ্জনা কেরকাট্টা। ট্রাইব্রেকারে তারা ৪-৩ গোলের ব্যবধানে মোহিতনগর ক্লাব ও পাঠাগারকে পরাজিত করে। ম্যাচের সেরা নির্বাচিত হন জয়ী দলের মিনা খাতুন। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন মোহিতনগর ক্লাব ও পাঠাগারের সঞ্জনা কেরকাট্টা। উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া, দেওয়ানগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক কমলেন্দু প্রামাণিক। দেওয়ানগঞ্জ হাইস্কুলের মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : ফুলবাড়িতে পানীয় জল পরিষেবা চালু