গাজোল: রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং গাজোল পঞ্চায়েত সমিতির পরিচালনায় উপভোক্তাদের বাছুর দেওয়া হল। শুক্রবার মোট ৯ জন উপভোক্তাকে একটি করে উন্নত প্রজাতির বাছুর(Calf) দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে প্রতিপালনের জন্য উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়। পাশাপাশি বাছুরের সঙ্গে চার বস্তা করে গোখাদ্য ও বিভিন্ন ঔষধপত্র তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। এছাড়াও গোয়ালঘর মেরামতির জন্য প্রতিটি উপভোক্তার অ্যাকাউন্টে ৩৬৫০ টাকা করে দেওয়া হবে বলে প্রাণী দপ্তর(Animal Department) সূত্রে জানা যায়। এদিন যে বাছুরগুলি দেওয়া হয়েছে, প্রাণী দপ্তরের তরফে বীমা করার কথাও বল হয়েছে। এদিন উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, বিএলডিও ডাঃ সৌরভ পানিগ্রাহী সহ অন্যান্যরা।
পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন জানান, ‘গাজোল ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েত থেকে ৯ জন উপভোক্তার হাতে বাছুর তুলে দেওয়া হল। এই বাছুর প্রতিপালন করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ে গোখরো উদ্ধার