ঘোকসাডাঙ্গা: রবিবার মাথাভাঙ্গা-২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর রাঙামাটি এলাকা থেকে উদ্ধার হল একটি তক্ষক।ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটিকে নিজেদের হেফাজতে নেয়। তক্ষকটিকে জলদাপাড়ার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা-২ ব্লকের উত্তর রাঙামাটি এলাকার জনৈক জাকির হোসেন তার বাড়ির পাশে কাজ করার সময় একটি বিরল প্রজাতির প্রাণী দেখতে পেয়ে তাকে সাহস করে আটক করে। খবর দেন স্থানীয় বিমান বিশ্বাস, অসিত বিশ্বাস, নিমাই রায়, শঙ্কর সাহা চৌধুরীকে। তারা ঘটনাস্থলে এসে দেখেন প্রাণীটি তক্ষক প্রজাতির। তারাই খবর দেন বন দপ্তর। খবর পেয়ে মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সজল পাল ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ব্যাপারে মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সজল পাল জানান উদ্ধার হওয়া প্রাণীটি তক্ষক প্রজাতির। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশই খুব শীঘ্রই তক্ষকটিকে পাতলাখাওয়া বা জলদাপাড়ার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বাগ্রাকোট চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘ
বাগ্রাকোট: এবার আর চা বাগানের সেচ নালা নয়। খোদ বাগানের সিনিয়ার সহকারি ম্যানেজারের বাংলো চত্বরের বিশাল এক বাহারি ফুল গাছের...
Read more