চোপড়া: শনিবার সদর চোপড়া এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। এদিন মধ্য চোপড়া এলাকায় জ্বালানি কাঠের ভেতর থেকে তক্ষকটি উদ্ধার হয়। কাঠ চেরাইয়ের সময় তক্ষকটি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা তক্ষকটিকে চিনতে না পেরে বন দপ্তরের খবর পাঠান। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই তক্ষকটি উদ্ধার করে নিয়ে যান। এবিষয়ে চোপড়ার রেঞ্জার শ্যামসুন্দর ঝারিয়াত বলেন, ‘উদ্ধার হওয়া তক্ষকটিকে রায়গঞ্জের কুলিকে পাঠানো হচ্ছে।’
শ্বাসকষ্ট নিয়ে বাইক চালিয়ে মেডিক্যালে এসে মৃত্যু যুবকের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
রায়গঞ্জঃ নিজে বাইক চালিয়ে এসে মেডিকেল কলেজে ভর্তি হলেও অক্সিজেনের অভাবে মারা গেল এক তরতাজা যুবক। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে...
Read more