কাঠমান্ডু: কয়েক দশকের পুরোনো ঐতিহ্য মেনে ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভনেকে জেনারেল অফ দ্য নেপাল আর্মি পদে সম্মানিত করল নেপাল সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতিভবন শীতল নিবাসে তাঁকে এই সম্মান প্রদান করেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি। একটি তরোয়াল ও মানপত্র দেওয়া হয়েছে নরভনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভারতের রাষ্ট্রদূত বিনয় এম কাটওয়া প্রমুখ।
উভয় দেশের মধ্যে এই সাবেকি প্রথা চলে আসছে ১৯৫০ সাল থেকে। ভারতের প্রথম সেনাপ্রধান কে এম কারিয়াপ্পাকে এই সম্মান দিয়েছিল কাঠমান্ডু। ২০১৯-এর জানুয়ারিতে পূর্ণচন্দ্র থাপাকে জেনারেল অফ দ্য ইন্ডিয়ান আর্মি সম্মানে ভূষিত করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারই পালটা হিসেবে সম্মানিত হলেন নরভনে। এদিনের অনুষ্ঠান শেষে কাঠমান্ডুর ভারতীয় হাইকমিশনের কাযালয়ে বিদ্যাদেবী ভাণ্ডারির সঙ্গে নরোভনের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তিনদিনের নেপাল সফরে ৩ নভেম্বর কাঠমান্ডুতে পৌঁছোন ভারতের সেনাপ্রধান। ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে থাপার সঙ্গেও আলোচনা হয়েছে তাঁর। নেপালি সেনার সদরদপ্তরে শহিদবেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি নেপালি সেনার কুচকাওয়াজের ভিবাদন গ্রহণ করেছেন এম এম নরভনে।